You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি’র আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছে।
তবে তাৎক্ষনিক ভাবে নিহত একজনের পরিচয় জানা গেলেও অন্যান্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিল বলে জানা গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালাহার এলাকায় শামীম এন্টারপ্রাইজ পরিবহনের সাথে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পৌছে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে নান্দাইলের দিকে যাচ্ছিল। পরে দুপুর আড়াই টার দিকে উপজেলার কালাহার বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের যাত্রীবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাব্বির(৩০) নামে এক ব্যাক্তি নিহত হয়। আহত হয় আরও ৪ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনস্থলে পৌছে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত আরও একজনের মৃত্যু হয়। অন্য তিনজনকে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।