তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীকে ধর্ষনচেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীকে ধর্ষনচেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ

বিয়ের পর  তালাক দেওয়া সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউপি সদস্য কেরামত আলী কেরুকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় চেংটিমারী গ্রামের আজিজুল হকের ছেলে। ওই নারীর দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ইউপি সদস্য কেরামত আলীর দ্বিতীয় স্ত্রী ছিলেন ধর্ষণচেষ্টার অভিযোগকারী ওই নারী। তাদের এক কন্যা সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জের ধরে প্রায় ১৮ বছর আগে তাকে তালাক দেন কেরামত আলী। তালাক দেওয়ার পরও ওই নারীর সাথে নিয়োমিত যোগাযোগ রাখতেন কেরামত আলী শারীরিক চাহিদা মেটানোর আবদার করতেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে ওই নারীর বাড়িতে গিয়ে তার সরলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন কেরামত আলী।

এ সময় ওই নারীর ডাকচিৎকারে চেচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এসে কেরামত আলীকে হাতেনাতে ধরে ফেলে । গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর কেরামত আলী ঘটনার আপসের চেষ্টা চালায়। কিন্তু ওই নারী এতে রাজি হননি বরং নিজে বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুধবার দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ।