বিএমটিভি নিউজ ডেস্কঃ:ময়মনসিংহে ট্রেনের কাটাপড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে সপ্তম শ্রেণি পড়ুয়া এক মেয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের ইজিবাইক চালক সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৮)। শনিবার সকালে সপ্তম শ্রেণি পড়ুয়া সুপ্তি ও তিন বছর বয়সী সানি নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হন।
বিন্তু বেলা ২ টার দিকে পরিবারের লোকজন খবর পায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেবি কলেজের সামনের এলাকায় লাশ পড়ে পড়েছে। বেলা দেড়টার দিকে মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইয়াসমিন আক্তার ও ছেলে সানির মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন নিহতের মেয়ে সুপ্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মময়মনসিংহে রেলওয়ে পুলিশের এসআই হাফিজুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে নিহতের মেয়ে।