ফুলপুরে বিদ্যুৎপৃষ্টে  পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু

ফুলপুরে বিদ্যুৎপৃষ্টে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্ক ঃ ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎপৃষ্টে কাওসার (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে আজ সকাল ৮টায় এ ঘটনা ঘটে। কাওসার ওই গ্রামের দরিদ্র কৃষক এমদাদুল হকের ছেলে ও পুড়াপুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

জানা যায়, বাড়ির পাশে রাস্তার ধারে বাঁশঝাড়ে একটি বাঁশ বিদ্যুতায়িত (আর্থীন) হয়ে থাকা বাঁশের সাথে হেলান দেয় কাওসার। সঙ্গে সঙ্গে সে বেহুঁশ হয়ে যায়। তারপর তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডাঃ এম এ মোতালিব ঘটনার সততা নিশ্চিত করেন।