ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয় উচ্ছেদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয় উচ্ছেদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ নগরের আকুয়া ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয় উচ্ছেদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে। বুধবার (১০ নভেম্বর) বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন, ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাত হোসেন সহকারী শিক্ষক আশরাফ হোসেন, আঃ ওয়াদুদ বাবুল সাবিনা, অভিভাবক জিন্নত আলী ফরাজী ও এলাকাবাসী জাহিরুল কাইয়ুম। সংবাদ সম্মেলনে লিখিত জানান, জায়গাটি নোংরা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। জায়গা টি মাটি ভরাট করে পরিবেশ দুষণ মুক্ত এলাকাবাসী সহযোগিতায় বিদ্যালয়টি গড়ে তুলি। পরে জানতে পারি জায়গাটি পৌরসভার । পরে পৌরসভার সাথে আলোচনা করে বিদ্যালয়ের কার্ক্রম শুরু পরে তারা অস্বীকার করলে আমরা মামলা করি। মামলা খারিজ হওয়ার সাখে সাখে বিনা নোটিশে বিদ্যালয়ে ভেঙ্গে ফেলে। তারা নারী শিক্ষা প্রসারে জায়গাটি লিজ বা ভাড়ার ভিত্তিতে  ব্যবস্থা করে দেয়ার মেয়র মহোদয়ের দৃষ্টি কামনা করেন।

LATEST POSTS