ময়মনিসংহে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ময়মনিসংহে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

November 11, 2020 309 Views

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ  ময়মনিসংহে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে দুই অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার হলো ময়মনসিংহ জেলায়। পুলিশ ও এলাকাবাসী জানায়,আজ বুধবার বেলা ১০ টার দিকে পুলিশ লাশটির খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় এলাকায় একটি কালভার্টের কাছে অর্ধ গলিত অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নগরীর নটরডেম কলেজের পেছনে রাস্তার পাশে ব্রীজের নীচে ডোবায় পড়ে থাকা লাশটি গত কয়েকদিন আগে ফেলা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। অর্ধগলিত লাশটির খবর পেয়ে বেলা সাড়ে ১০ টা থেকে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধারে অভিযান শুরু করে।

পুলিশের ধারনা নিহতের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে হতে পারে। হত্যার পর লাশ ফেলে যাওয়া হতে পারে অথবা অন্য কোন বিষয়ও হতে পারে বলে ধারণা পুলিশের। লাশের খবর পেয়ে পুলিশের পাশাপাশি ডিবি, পিবিআই, র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাম্প্রতিক