পেশেন্ট আইডি কার্ড চালুর মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেল ল্যাবএইড-ডাঃ এমএ আজিজ

পেশেন্ট আইডি কার্ড চালুর মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেল ল্যাবএইড-ডাঃ এমএ আজিজ

November 12, 2020 445 Views

 

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ বলেছেন, ডিজিটালাইজ্ড পেশেন্ট আইডি কার্ড চালুর মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেল ল্যাব এইড লিমিটেড (ডায়ানগস্টিক)। এখন থেকে ল্যাবএইড সারাদেশের ৩০টি শাখার মাধ্যমে কাগজ ছাড়াই সেবা নিতে পারবেন ল্যাব এইডের রোগীরা। আজ বৃহস্পতিবার সকালে নগরীর চরপাড়াস্থ ল্যাব এইড লিঃ ময়মনসিংহ শাখায় ডিজিটালাইজ্ড পেশেন্ট আইডি কার্ড কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ল্যাব এইডের ম্যানেজার খন্দকার বাকী বিল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ, প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ও বিশিস্ট সিনিয়র চক্ষু চিকিৎসক ডাঃ হরিশংকর দাশ, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডাঃ মতিউর রহমান ভুইয়া, প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশন ও  বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ তারা গোলন্দাজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ আবদুল হান্নান প্রমুখ।

সাম্প্রতিক