ময়মনসিংহ-জারিয়া রেললাইনের জারিয়া রেলগেটে ট্রেন লাইনচ্যুত

image

You must need to login..!

Description

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ জারিয়া-ময়মনসিংহ রেললাইনের নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া রেলগেটে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ২৭২নং ডাউন ট্রেনটি ময়মনসিংহ থেকে জারিয়া স্টেশনের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রেলগেটে পৌঁছে ইঞ্জিনবগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রেললাইনের পাশাপাশি শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কও বন্ধ হয়ে যায়। বহু যাত্রী দুর্ভোগে পড়েছে।

পূর্বধলা রেলস্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে  পৌছেছে।