ডাঃ মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের চিকিৎসকরা

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ

চাঞ্চল্যকর পুলিশ কর্মকর্তা আনিসুল হত্যা মামলায় গ্রেফতারকৃত জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের (মমেক) চিকিৎসকরা।

রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের সামনে চিকিৎসকদের সংগঠন ‘ভয়েস অব ডক্টরস অব ময়মনসিংহ’র উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- মমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হাবিবুর রহমান তারেক, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মানবেন্দ্র ভট্টাচার্য, সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান ছোটন, সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আরিফুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. মোস্তাফিজুর রহমান বিপ্লব প্রমুখ।

এসময় অবিলম্বে গ্রেফতারকৃত ডা. আবদুল্লাহ আল মামুনের মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালের কর্মচারীদের হাতে নির্মম মৃত্যুর শিকার হন পুলিশ সুপার আনিসুল করিম। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৭ নভেম্বর গ্রেফতার করা হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে৷

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার