ময়মনসিংহে মাস্ক না পড়ায়  ১১জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহে মাস্ক না পড়ায় ১১জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত

BMTV Desk No Comments

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে মাস্ক না পড়ায় বেশ  কয়েকজনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক না পড়া লোকজনকে মাস্ক প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম ও মনোরঞ্জন বর্মন,সহকারী কমিশনার ময়মনসিংহ, ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম জানান, ময়মনসিংহ নগরীতে মাস্ক পরিধান সম্পর্কে সচেতনতা তৈরীতে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে টাউন হল মোড় ও নতুন বাজার এলাকায় অভিযান পরিচলানা করা হয়।

এসময় মাস্ক না পড়ায় ১১জনকে ৫ হাজার ১০০টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। সচেতনতা তৈরীতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।