স্টাফ রিপোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ ডিবি পুলিশ অভিযান চালিয়ে ০১ ডাকাত ও ৪ মাদকাসক্ত ছিনতাইকারীসহ ৫জনকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবি পুলিশ গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন রেলীর মোড় থেকে ১৪ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী পাপ্পু মিয়া (২৫), পিতা মৃত-জালাল উদ্দিন, সাং-পুরোহিতপাড়া, কাজল (২২), পিতা-মোঃ কয়েছ, সাং-আকুয়া চৌরাঙ্গী মোড়, সোহাগ মিয়া (৩২), পিতা মৃত-হাফিজুর রহমান, আক্তার, সাং-মুক্তিযোদ্ধা বলাশপুর আবাসন, নাসিফুর রহমান টনি (৩৫), পিতা মৃত-হানিফুর রহমান, সাং-সেহড়া ডিবি রোড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা ইং ২৩ নভেম্বর/২০২০ ডিএমপি ঢাকা খিলগাঁও থেকে ময়মনসিংহ ভালুকা মডেল থানার মামলা নং-০৬, তারিখ-০৪/০৯/২০১৯ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী আলমগীর হাওলাদার (৩৫), পিতা মৃত-ছাত্তার হাওলাদার, সাং-বাঁশবুনিয়া (কালাই কিশোর ৪নং ওয়ার্ডের অংশ), ডাকঘর-বাদুরাহাট, ইউপি-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী এ/পি সাং-২৬৭ পূর্ব গোড়ান ৯নং রোড (জনৈক মাহাবুব হাসান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-খিলগাঁও, ডিএমপি-ঢাকাদেরগ্রেফতার করা হয়। আসামী ডাকাতির দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।