বিএমটিভি নিউজ ডেস্ক ঃ ময়মনসিংহে মুনা হত্যাকান্ডের মূলহোতা স্বামী ফুয়াদকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ। কোতোয়ালীর এসআই মাহাবুব অর রশিদ তাকে বুধবার গ্রেফতার করে।
প্রাপ্ত তথ্য মতে, গত ২৮ নভেম্বর পারিবারিক দ্বন্দে গোহাইলকান্দি জামতলায় স্বামী ফুয়াদ শ্বাসরোদ্ধ করে স্ত্রী ময়মুন মুনাকে হত্যা করে। হত্যার পরপরই ফুয়াদ তার ৪ বছরের মেয়ে ফাইজাকে শ্বাশুরীর কাছে রেখে কৌশলে পালিয়ে যায়। এতে মুনার মা’র সন্দেহ হলে ফুয়াদের বাড়িতে গিয়ে দেখেন বিছানায় পরে আছে তার মেয়ে মুনা। তার আত্মচিৎকারে ফুয়াদের বাড়ির লোকজন কেউ আসেনি। প্রতিবেশির মুনাকে সহযোগীতায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় নিহত মুনার মামা ফারুক হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কোতোয়ালী মডেল থানার এসআই মাহাবুর রহমান ঘাতক ফুয়াদকে গ্রেফতারে মাঠে নানা কৌশল নেন। বিশ্বস্ত সোর্স এলাকার যুবকদের সহযোগীতায় অভিযান রাখেন অব্যহত। অবশেষে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড একাডেমি পুরো এলাকা ঘিরে ফেলেন এস মাহাবুব ফুয়াদকে ধরতে। অভিযানে আরও ছিলেন ২নং ফাড়ির এসআই লুৎফুর রহমান। এ ব্যাপারে এসআই মাহাবুব অর রশিদের সাথে যোগযোগ করা হলে তিনি জানান আমার অভিভাবক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ও ওসি ফিরোজ তালুকদারের নির্দেশে জ্বর নিয়ে ঝাপিয়ে পরি খুনিকে ধরতে। এই সফলতা আমার নয়, এই সফলতা জেলা পুলিশের। অপরাধী যতবড়ই শক্তিশালী হোক না কেন তাকে ধরা পরতেই হবে।