ময়মনসিংহে ডিবি’র হাতে ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৮

image

You must need to login..!

Description
বিএমটিভি নিউজ ডেস্ক
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন ও ৩ শত পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের আইন শৃংখলা নিয়ন্ত্রন, চুরি, ছিনতাইরোধ ও মাদকমুক্ত জেলা গড়তে পুলিশ সুপার আহমার উজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার ডিবির এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভাটিপাড়া থেকে ১১ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, আব্দুল্লাহ আল মামুন ও এনদাদুল ইসলাম ওরফে এন্দা। এছাড়া এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের পনঘাগড়া থেকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, পারাইল ভাটিপাড়ার রিপন, চুরখাই পনঘাগড়ার আনোয়ার হোসেন ওরফে শিমুল, ভাটিঘাগড়ার সজীব মিয়া, পারাইল ভাটিপাড়ার স্মরন ও চকনজু গ্রামের রিফাত হোসেন। অপর অভিযানে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইলের টাওয়াইল বাজারে থেকে নান্দাইল মডেল থানার মামলা নং-২১, তারিখ-১৫/০২/২০১৮ ইং, ধারা-৩০৬ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী ডাকাত আবুল মনসুরকে গ্রেফতার করে। ডাকাত আবুল মনসুর হাবাতিয়াকান্দার আঃ করিমের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার