চেষ্টা করলেই সফল হওয়া যায়। দীর্ঘ ১৫ মাস পূর্বের ডাকাতির মামলা আজ উদঘাটিত হলো। ভালুকা থানাধীন চানপুর বাজারে গত ০৪/০৯/২০১৯ ইং তারিখ ০৪ টি দোকানে ডাকাতি সংঘটিত হয়। যার কোন ক্লু পাওয়া যাচ্ছিল না। ডিবির তদন্তকারী এস.আই(নি:) সহিদুল ইসলামের ঐকান্তিক চেষ্টায় আজ সফলতা এলো মামলাটির। ঘটনায় জড়িত ডাকাত মোঃ হেলাল উদ্দিন(৪২), পিতা-মৃত আবু হানিফ, মাতা-মৃত হালিমা, সাং-খড়বোনা (পঞ্চবটি), থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী, এ/পি-সাং-জাগির দিঘুলিয়া বাজার (শ্বশুড় আছালদ বেপারী এর বাড়ী), থানা-মানিকগঞ্জ, জেলা-মানিকগঞ্জ, শ্রী আনন্দ চন্দ্র দাস @ সেলিম(২৯), পিতা-শ্রী সূয্য চন্দ্র দাস, মাতা-ছায়া রানী দাস, সাং-কুড়িবাড়ী, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলদ্বয়কে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার কোনাবাড়ি হতে গ্রেফতার করা হয়। ডাকাত মোঃ হেলাল উদ্দিন(৪২) এর বিরুদ্ধে ০৩ টি ডাকাতি মামলা এবং ডাকাত শ্রী আনন্দ চন্দ্র দাস @ সেলিম(২৯) এর বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, চুরি, বিষ্ফোরক সহ মোট ১৫ টি মামলার আসামী। একজন ডাকাত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।