বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে ৭ জন জুয়ারী ও ২ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ । ডিবি ওসি শাহ কামাল আকন্দ, পিপিএম(বার) জানান পুলিশ সুপারের নির্দেশে এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরদুলালবাড়ী সাকিনস্থ জনৈক মোঃ শামছুল(৪৮) এর বসত বাড়ীর উঠানে ওয়ানটেন জুয়া খেলা অবস্থায় জুয়ারী বিনোদ চন্দ্র দাস(৪৫), সাং-মৌজাটি, আলাল উদ্দিন(৪৫) , সাং-বড় হিস্যা বাজার (কলেজ রোড), এসএম মোর্শেদ আলী (৩৮), সাং-ঈশ্বরগ্রাম, সুবল চন্দ্র দে(৪৮), সাং-লক্ষীখলা, নন্দ সাহা (৪২,) সাং-আটানী বাজার, me© থানা-মুক্তাগাছা, মোঃ আশিক মাহমুদ(২০), সাং-চরদুলাল বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, রবিউল ইসলাম (৩২), সাং-মির্জাপুর কামারপাড়া, থানা-গোপালপুর, জেলা-টাংগাইলদেরকে গ্রেফতার করে। এসময় আসামীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি (০১) একটি কাঠের ওয়ানটেন বোর্ড যাহার দৈর্ঘ্য ও প্রস্হ (৩০ ইন্ঞ্চি×২৪ ইন্ঞ্চি), ওয়ান টেন খেলার পিন ০৬(ছয়)টি , সর্বমোট নগদ ১৬,৫০০/-(ষোল হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়। এই সংক্রান্তে এস.আই(নিঃ) পরিমল চন্দ্র সরকার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন। অদ্য আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
