ময়মনসিংকে র‌্যাবের হাতে এক ভূয়া ডিবি পুলিশ আটক

ময়মনসিংকে র‌্যাবের হাতে এক ভূয়া ডিবি পুলিশ আটক

BMTV Desk No Comments

 

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ

র‌্যাব-১৪, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া বাইপাস মোড় এলাকা থেকে এক ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে। র‌্যাব-১৪ এর মেজর ফজলে রাব্বী বিএসপি জানান র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি দল শনিবার, জানতে পারে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস মোড়ে এলাকার জনসাধারণ একজন ভূয়া ডিবি পুলিশ আটক করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুপুরে র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থল হতে ভূয়া ডিবি পুলিশ সদস্য মোঃ শাহীন (২৮), পিতা-মৃত আঃ করিম, সাং-রাইথুরা, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ’কে আটক করে। এসময় তার কাছ থেকে উই চড়ষরপব লেখা ০১টি জ্যাকেট, ০১টি বাটন মোবাইল সেট এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে এবং আরো অজ্ঞাতনামা ৪/৫ জন দুস্কৃতিকারী মিলে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে এবং ডিবি পুলিশের জ্যাকেট পরিধান করে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে সাধারন জনগণের কাছ থেকে প্রতারনা করে অর্থ আত্মসাত এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের মত অপরাধ করে আসছে।