ময়মনসিংহে ডিবির হাতে চোরাই ৪টি অটোরিকশাসহ ২ চোর গ্রেফতার

ময়মনসিংহে ডিবির হাতে চোরাই ৪টি অটোরিকশাসহ ২ চোর গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ  রিপোর্টার,  বিএমটিভি নিউজ ডেস্কঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই অটো চোরকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৪টি চোরাই অটো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফুলপুরের আরিফ ও বিভাগীয় নগরীর বাঘমারার মিঠুন চৌধুরী।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহকে অপরাধমুক্ত করতে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসাবে সোমবার মধ্যরাতে নগরীর বাগমারার মোস্তাকের অটো গ্যারেজে চোরাই অটোরিক্সা ক্রয়বিক্রয়ের খবর পেয়ে ডিবি পুলিশ তাৎনিক অভিযান চালায়। এ সময় ঐ গ্যারেজ থেকে চারটি অটোরিক্সাসহ উল্লেখিত দুই অটো চোরকে গ্রেফতার করা হয়। এ সশয় আরো ৪/৫ চোর পালিয়ে যায়। গ্রেফতাকৃতদের বরাত দিয়ে ওসি আরো বলেন, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ নানা কৌশলে অটো রিক্সা চুরি, ছিনতাইসহ চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয় করে আসছে। ডিবির এসআই সোহরাব আলী, এএসআই বাবুল হোসেনসহ অন্যান্যরা এই অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।