ময়মনসিংহে ৩ চোর ও ৩ মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ৬

December 9, 2020 194 Views

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ

ময়মনসিংহ ডিবি’র অভিযানে চুরি মামলার ০৩ আসামী ও ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ীসহ মোট ৬জনকে  গ্রেফতার করেছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘন্টায় এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ  কোতোয়ালী থানার গাঙ্গিনারপাড় থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  আঃ রাজ্জাক (৫৩),  সাং পোড়াগর, থানা শ্রীবর্দী, শেরপুর, এ/পি সাং চর কালীবাড়ী মিল গেইট, থানা-কোতোয়ালী,ময়মনসিংহ  মাহমুদুল হাসান ওরফে সোহাগ (৩৪)  এবং আশরাফুল আলম ওরফে রিংকু (৩০),  উভয় সাং ভাটি বারেরা, থানা কোতোয়ালী, ময়মনসিংহ এবং এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ  ফুলপুর থানার মামলা নং-০৩, তারিখ-০২/০২/২০২০ ইং এর  আসামী  সোহেল (৩০),, সাং-ধনারভিটা, থানা-ফুলপুর,ময়মনসিংহ ও এসআই(নিঃ) দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে একই তারিখ শেরপুরের নকলা থানার ডাকাতিয়াকান্দা থেকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৫, তারিখ-০৭/১২/২০২০ ইং, ধারা-৪১৩ পেনাল কোড এর আসামী ৫। মজনু (৩০), কালাম (৩০),, উভয় সাং-ডাকাতিয়াকান্দা, থানা-নকলা,শেরপুরদের  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সাম্প্রতিক