ময়মনসিংহ মুক্ত ও বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মুক্ত ও বিজয় দিবস উপলক্ষে  সকালে নগরী ছোট বাজার মুক্ত মঞ্চে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধ পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে ছোট বাজার মুক্তমঞ্চে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

জেলার প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভার উদ্বোধন করেন গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

এ সময় অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ব্যারিষ্ট্রার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঞা, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, আঃ রব, সেলিম সাজ্জাদসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ   ও সরকারি কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে প্রতি বছর নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চে ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ বছর করোনার কারণে এ অনুষ্ঠানমালা ভার্চুয়ালী অনুষ্ঠিত হবে।

আজ প্রথম দিন সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখবেন বলে জানান, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার