ময়মনসিংহে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

ময়মনসিংহে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

BMTV Desk No Comments

নিজস্ব প্রতিবেদক,
করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণের মাঝে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করতে ধারাবাহিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর পরিচালিত ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটির কাশর ও পুলিশলাইন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক না পরার দায়ে ৮ জনকে মোট ২ হাজার ৮শত টাকা জরিমানা করা হয় । এছাড়া মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর।
মাস্ক সচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান।