ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন মেয়র টিটু

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে সিটি করপোরেশন কায্যালয়ের সামনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আজ শনিবার থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৯ থেকে ১০ বছর বয়সী ১লাখ ১৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ মশিউল আলম, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ ও প্রধান স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ।
সিভিল সার্জন বলেন, টিকা নেয়া পর কোন শিশুর সমস্যা দেখা দিলে ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার