“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই লক্ষ্যে কাজ করছে পুলিশ- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই লক্ষ্যে কাজ করছে পুলিশ- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

BMTV Desk No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজ

ময়মনসিংহ বিভাগের পুলিশের রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বলেছেন মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই লক্ষ্যে কাজ করছে পুলিশ। দরিদ্র জনগোষ্ঠির জন্য বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ গ্রহণ করেছেন। পুলিশ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে রেঞ্জ অফিস আজ কম্বল বিতরণ করা হচ্ছে। আজ শুক্রবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স রেঞ্জ ডিআইজির অফিসের আয়োজনে শীতবস্ত্র বিতরণকালে সভাপতির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন। এসময় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান, পুলিশ সুপার হারুন অর রশিদ অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া। অনুষ্ঠানে ২০০ দরিদ্র, অসহায়, ছিন্নমুল শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কম্বল পেয়ে শীতার্ত মানুষগুলো খুশী হন। এসময় বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ##