ময়মনসিংহ ডিবি’র অভিযানে ০৪ জুয়ারি গ্রেফতার

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ০৪ জুয়ারি গ্রেফতার

BMTV Desk No Comments

`

বিএমটিভি নিউজ ডেস্ক ঃ ময়মনসিংহ ডিবি’র অভিযানে ০৪ জুয়ারিকে গ্রেফতার করেছে। ডিবির ওসি শাহ কামাল জানান  ডিবির এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ গত রাতে অভিযান চালিয়ে  তারাকান্দা থানাধীন ফতেপুর থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪০), ওমর আলী (৫২), হারুন অর রশিদ (৩৮), আঃ মজিদ (৫০),সর্ব সাং-ফতেপুর, থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।