ময়মনসিংহে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ময়মনসিংহে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই লক্ষ্যে গতকাল শনিবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী কানিজ আহমার এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কম্বল বিতরণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ। অনুষ্ঠানে ৪ শতাধিক দরিদ্র, অসহায়, পঙ্গু, ছিন্নমুল ও ভাসমান শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কম্বল পেয়ে শীতার্ত মানুষগুলো খুশি হন।