ফুলবাড়ীয়া থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির পন্যসহ  আটক ১

ফুলবাড়ীয়া থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির পন্যসহ আটক ১

BMTV Desk No Comments

 

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির পন্যসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৪। গত বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজার এলাকায় মেসার্স আজিজ অয়েল মিলস এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল, ২১১৬২ লিটার সয়াবিন তৈলসহ অবৈধ মজুদদার মোঃ সাইদুল ইসলাম (৫০)কে আটক করা হয়েছে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিঃ এএসপি মোঃ তফিকুল আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, অবৈধ মজুদদার আটককৃত মোঃ সাইদুল ইসলাম ফুলবাড়ীয়ার ভালুকজান এলাকার মৃত আঃ আজিজ মন্ডলের ছেলে। সে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর একজন ডিলার। সে দীর্ঘদিন যাবৎ টিসিবির নিয়ম নীতি না মেনে নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য বেশী মুনাফা লাভের প্রত্যাশায় চিনি, ডাল ও সয়াবিন তৈল অবৈধভাবে মজুদ রেখে কালোবাজারি করে বিক্রয়ের উদ্দেশ্যে তার দোকানে ও গুদাম ঘরে মজুদ রেখে বাজারে চড়া মূল্যে বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের অধীনে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় মামলা করা রয়েছে।