ময়মনসিংহে ঈদুল আযহার প্রধান প্রধান জামায়াতের সময়সূচী ॥ এবারও মসজিদেই ঈদের নামাজ

image

You must need to login..!

Description

 

 

শফিকুল ইসলামঃ
করোনা ভারাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এ বছর ঈদুল আযহার জামায়াত মসজিদে মসজিদে হবে। দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মসজিদ এবং পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদুল আযহা নামাজের তিনটি করে জামাত অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুলাহ আল মামুন জানান, করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এবছর ঈদুল আযহার জামায়াত মসজিদে অনুষ্ঠিত হবে। আঞ্জুমান ঈদগাহ মসজিদে প্রথম জামায়াত সকাল ৮টায়, দ্বিতীয় জামায়াত পৌনে ৯টায় এবং তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার আহমার উজ্জামান জানিয়েছেন করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহ পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদুল আযহা নামাজের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামায়াত সকাল ৭টা, দ্বিতীয় জামায়াত পৌনে ৮টায় এবং তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯টায় এবং শহরের বড় মসজিদে একটি জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এছড়াও বিভাগীয় শহরের বিভিন্ন মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে চরপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ৮টায়, মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, শহরের আকুয়ায় তাবলীগ জামায়াতের মার্কাস মসজিদে সকাল সোয়া ৭টায়, জিলা স্কুল মোড় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, ভাটিকাশর গোরস্থান জামে মসজিদে সকাল ৮টায় ও ময়মনসিংহ স্টেশন মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

করোনা ভারাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং জেলার ১৩টি উপজেলার ১০ হাজার ৯৩৮টি ছোট-বড় মসজিদে মসজিদে ঈদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে বলে সংশিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশ সুপার আহমার উজ্জামান জানিয়েছেন, কোন প্রকার অপ্রীতিকর এবং নাশকতা ঘটনা না ঘটে সেই জন্য জেলার গুরুত্বপূর্ণ মসজিদ গুলির প্রবেশ পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার