র‌্যাব-১৪, গাজা, মোবাইল সেটসহ ২জন মাদক ব্যাবসায়ী আটক

র‌্যাব-১৪, গাজা, মোবাইল সেটসহ ২জন মাদক ব্যাবসায়ী আটক

BMTV Desk No Comments

 

শফিকুল  ইসলাম, ঃ
র‌্যাব-১৪, ব্যাটাঃ সদর দপ্তর, কর্তৃক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার এনায়েতপুর বাজার থেকে অভিযান পরিচালনা করে এককেজি নয়শত গ্রাম গাঁজা উদ্ধার। ১টি মোবাইল সেটসহ ২জন মাদক ব্যাবসায়ী আটক করেছে।
র‌্যাবের মিডিয়া অফিসার সিনিঃ এএসপি েেমাঃ তফিকুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১২আগস্ট”২০ বেলা ১টার দিকে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন এনায়েতপুর বাজার এলাকায় অবস্থানকালে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার ফইটামারি গ্রামের আসামী মোঃ হানিফ (২৫), মোঃ লালু (৪০)কে আটক করা হয়। এসময় আসামীদের কাছ থেকে এক কেজি নয়শত গ্রাম গাঁজা এবং ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।