ময়মনসিংহে ডিবি’র হাতে গাজা ও ইয়াবাসিহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবি’র হাতে গাজা ও ইয়াবাসিহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে এককেজি গাঁজা ও ৫০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, মাদকের সাথ কোন আপোষ নেই, মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার আহমার উজ্জামানের এ ধরণের কঠোর ঘোষণা ও নির্দেশনায় ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার রাতে ডিবি পুলিশের এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের কিসমত উত্তরপাড়া থেকে এককেজি গাজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, কিসমত উত্তরপাড়ার আঃ গফুরের ছেলে মোঃ আসাদুল, আসাদুলের স্ত্রী আঁখি বেগম ও আঃ সামাদের ছেলে সেলিম মিয়া। এছাড়া এসআই মলয় চক্রবর্তী পিপিএম রবিবার রাতে সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইলে অভিযান পরিচালনা করে নান্দাইলের নরসুন্দা নদীরপাড় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সানোয়ারুল হক সজিবকে গ্রেফতার করে। সে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় এলাকার দুলাল মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

LATEST POSTS