ময়মনসিংহে ডিবির হাতে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী  গ্রেফতার

ময়মনসিংহে ডিবির হাতে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

BMTV Desk No Comments

শফিকুল ইসলামঃ

ময়মনসিংহে ডিবির হাতে  গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী  গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে আধাকেজি গাঁজা ও দুইশত পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশ রবিবার রাতে বিভাগীয় নগরীর কাঠগোলা এলাক থেকে এক মাদক ব্যবসায়ীকে আধাকেজি গাঁজাসহ গ্রেফতার করে। তার নাম নাজমূল মিয়া (২৬) সে চর ঈশ্বরদিয়ার ফারুক মিয়ার ছেলে। এছাড়া এসআই আব্দুল জলিলের নেতৃত্বে অপর অভিযানে গফরগাওয়ের বারুল থেকে দুইশত পিচ মরননেশা ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, কালাইর পাড়ের আমিনুল ইসলাম (৩২) ঘাগড়া বেপারি পাড়ার বাবুল মিয়া (৩০) ও গুলাহাসিয়ার জসিম মিয়া (৩০)। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।