You must need to login..!
Description
বিএমটিভি ডটকম নিউজ ডেস্কঃ
ধোবাউড়া আলোর মিছিল সমাজ উন্নয়নমূলক সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয় ।গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় ধোবাউড়া মহিলা ডিগ্রী কলেজ ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়, সভাপতিত্ব করেন , আলোর মিছিল সমাজ উন্নয়নমূলক সংগঠনের সভাপতি মোঃ আজহারুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব হেলাল উদ্দিন,কলসিন্দুর স্কুল এন্ড কলেজের প্রভাষক আবুবক্কর সিদ্দিক।বক্তারা তাদের বক্তব্যে আলোর মিছিল সমাজ উন্নয়ন মূলক সংগঠনের উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আনিসুর রহমান সোহাগ,সিনিয়র সহ সভাপতি শরিফ বিজয় , প্রচার সম্পাদক আল-মামুন আজাদ রানা,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মিলন, ১নং দক্ষিন মাইজ পাড়া ইউনিয়নের সভাপতি শামিম হাসান, ২নং গামারীতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হক,৩নং ধোবাউড়া ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জুনায়েদ কবির রতন,৭নং বাঘবেড় ইউনিয়ন সাধারণ সম্পাদক আশিকুজ্জামান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর । আরও উপস্থিত ছিলেন, আলোর মিছিল সমাজ উন্নয়নমূলক সংগঠনের সকল সদস্য এবং সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য ২০১০সালের ১০ই সেপ্টেম্বর এইদিনে, মাত্র ৭ জন তরণ যুবক নিয়ে, এই সংগঠনটি যাত্রা শুরু করে, আজ এই সংগঠনের ৩০০শতাদিক সদস্যে উন্নতি হয়েছে। সংগঠনটি বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে সারা উপজেলায় সুনাম অর্জন করে চলেছে।প্রথম দিকে পোড়াকান্দুলিয়া ইউনিয়নে সীমাবদ্ধ থাকলেও এখন উপজেলা ব্যাপী কার্যক্রম শুরু করেছে।সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে। বন্যার্তদের ত্রাণ বিতরণ, শীতার্তদের ত্রাণ বিতরণ, ভিক্ষুক মুক্ত সমাজ গঠন,বাল্যবিবাহ প্রতিরোধ,করোনাকালীন সময়ে জনসচেতনাতা মূলক লিফলেট বিতরন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সহ ও ধোবাউড়ায় শিক্ষা সংস্কারে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।