শফিকুল ইসলামঃ
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।তাদের কাছ থেকে ৩১০পিছ ইয়াবা ও ২৫০ গ্রাম গাজাঁ উদ্ধার করে পুলিশ। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান,পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।এরই অংশ হিসাবে ডিবির এসআই মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন নিজুরী থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু রায়হান (২৩) ও মোঃ তাছিন শেখ (১৯) উভয়কে বান্দিয়া মধ্যপাড়া, ভালুকা থেকে গ্রেফতার করে ।এছাড়াও এসআই মোঃ হাবিবুর রহমান নেতৃত্বে কোতোয়ালী থানাধীন চুরখাই থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহরাব (৪৫) বড়বিলারপাড় মধ্যপাড়া ময়মনসিংহ থেকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।