নান্দাইল আগুনে আটটি দোকান পুড়ে ছাই

নান্দাইল আগুনে আটটি দোকান পুড়ে ছাই

BMTV Desk No Comments

বিএমটিভি ডটকম  নিউজ ডেস্কঃ

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার চন্ডিপাশা চৌরাস্তা মোড় বাজারে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসিম উদ্দিন মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সূত্রপাত।

স্থানীয়রা জানান, একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, আজিজুল ইসলাম, মামুন মিয়া, মিলন মিয়া, চন্দন মিয়া, পল্লী চিকিৎসক ইসলাম উদ্দিন, তাজুল ইসলাম, বাচ্চু মিয়া ও মাইনুল ইসলাম। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।