শফিকুল ইসলামঃ
ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে মোঃ তানভীর রহমান(১৪)কে জেলাডিবি পুলিশ উদ্ধার করেছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, সে গত ১৫ সেপ্টেম্বর প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এই সংক্রান্তে তারাকান্দা থানায় নিখোঁজ ডায়েরি হলে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ময়মনসিংহ অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে ভিকটিমকে নেত্রকোনা সীমান্ত থেকে উদ্ধার করে। জানা যায় দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় পিতা–মাতার অতিরিক্ত শাসন এর কারণে অভিমান করে বাড়ি থেকে প্রাইভেটের নাম করে প্রথমে ঢাকা পরে নেত্রকোনার সীমান্ত তার বন্ধুর বাসায় অবস্থান করে।
পুলিশ সুপার মুহাম্মদ আহমার উজ্জামান ও ডিবির ওসি শাহ কামাল আকন্দ সকল অভিভাবকদেরকে তাদের ছেলে মেয়েদের প্রতি এই মুহূর্তে সুনজর রাখার পরামর্শ প্রদান করেন।