ময়মনসিংহে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

 ময়মনসিংহে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

BMTV Desk No Comments

 

স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর সম্মেলন আজ ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহ টাউন হল এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের আহবায়ক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সিনিয়র অফিস সহকারী মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মোঃ আজাহারুল হক আজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. একেএম আব্দুর রফিক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম তালুকদার মুন্টু, সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তফা ভূঞা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (আদনান হাবীব), সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, যুগ্ম আহবায়ক সায়েদুইল ইসলাম ও মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য়শ্রেণি কর্মচারী পরিষদের যুগ্ম আহবায়ক আজাহারুল আমীন।