ময়মনসিংহের তারাকান্দায় বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৫জনসহ  নিহত ৭

ময়মনসিংহের তারাকান্দায় বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৫জনসহ  নিহত ৭

bmtv new No Comments

আপডেট
মতিউল আলম, বিএমটিভি নিউজ , ময়মনসিংহের তারাকান্দায় বাসের চাপায় অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের ৫ জন। রবিবার দুপুরের দিকে উপজেলার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নেত্রকোণা জেলার পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০) তার স্ত্রী মাসুমা খাতুন (২৩) তাদের তিনদিন বয়সী নবজাতক শিশু, বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২) এবং ভাবী জোসনা বেগম। এছাড়াও অটোরিকশা চালক রাকিবুল হাসান (৩০)। সে ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুর সোয়া একটার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহ্ জালাল পরিবহনের একটি বাস নেত্রকোনাগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাতজন মারা যান। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন। তাদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
নিহতের স্বজন আলী হোসেন জানান, ১লা জানুয়ারী ফারুক হোসেনের স্ত্রী মাসুমা খাতুনের বাচ্চা প্রসব হয় ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে। তাদের নবজাতক পুত্র সন্তানকে নিয়ে আজ বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেছে।
বাস চালকের ভুলের কারনেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুতগতির বাসটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চাপা দেয়। পরে বাসটিকে আটক করা হয়।