You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহে বিআরটিসি বাস চালক সাহেব আলীকে মারধরের অভিযোগ উঠেছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে। রবিবার দুপুরে নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে শ্রমিক ইউনিয়ন নেতা স্বপন মিয়ার নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। পরে ময়মনসিংহ থেকে কয়েক ঘন্টা বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকে।
বিআরটিসি বাস চালক সাহেব আলী বলেন, দুপুরে ব্রীজ মোড় থেকে নান্দাইলের উদ্দেশ্যে বিআরটিসির দুটি বাসে যাত্রী তোলা হয়। এসময় জেলা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক স্বপন মিয়া ১৫ থেকে ২০ জন লোক নিয়ে এসে বাস বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। এর কারন জানতে চাইলে স্বপন মিয়াসহ সকলেই আমাকে মারতে শুরু করে। পরে ডাক চিৎকারে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
বিআরটিসি’র এটিও সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ কয়েক মাস করোনার জন্য বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকে। বিগত দুই তিনদিন ধরে কর্তৃপক্ষের নির্দেশে আবারও বাস চলাচল শুরু করা হয়। সার্ভিস ভালো থাকায় যাত্রীদের প্রথম পছন্দ বিআরটিসি বাস। তাই অন্যান্য বাসগুলোর চেয়ে আমাদের যাত্রী বেশি হয়। এ কারনেই অন্য বাসের মালিকরা ক্ষুব্ধ তাই আমাদের বাসগুলো বন্ধ রাখতে শ্রমিক নেতারা হুমকী দেয়। তাদের কথায় সাড়া না দেওয়ায় চালককে মারধর করা হয়েছে।
শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক স্বপন মিয়া বলেন, বিআরটিসি বাস চলাচলে তাদের কোন বাধা নিষেধ নেই। তবে কারা চালককে মেরেছে তাও তার জানা নেই। হয়তো কারো সাথে হাতাহাতি হয়ে থাকতে পারে বলে দাবি করেন স্বপন মিয়া।
এদিকে চালককে মারধরের ঘটনায় যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীরা দাবি করেন, কম টাকায় আরাম করে বিআরটিসি বাসে সহজেই চলাচল করা যায়। যা অন্য কোন বাসে পাওয়া যায়না। যারা বাস বন্ধে ষড়যন্ত্র করছে তাদের আইনের আওতায় আনা উচিত। ব্যক্তি স্বার্থে বৃহৎ স্বার্থ যেন কোন ভাবেই নৎসাত না হয়।