ময়মনসিংহে ২ অটোরক্সিা চোর ১ মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২ অটোরক্সিা চোর ১ মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ৩

bmtv new No Comments

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ ডিবি পুলিশ অভিযান চালিয়ে  ২ অটোরক্সিা চোর  ও ১ মাদকব্যবসায়ীসহ ৩জনকে গ্রেফতার করেছে। ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘন্টায় ডিবির এসআই মোঃ জাকরি হোসনে সংগীয় অফিসার ফোসসহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস থকেে ০১টি চোরাই অটোসহ অটো চোর হুমায়ুন ওরফে সুমন (২৭), সাং-মহেষপুর, আশরাফুল (২৬), , সাং-চরবগুড়া, উভয়থানা-মুক্তাগাছা,-ময়মনসিংহ এবংএসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার র্ফোসসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ থেকে ০৫ গ্রাম হিরোইনসহ মাদকব্যবসায়ী অজয় কুমার দেবনাথ (৩০), সাং-বোয়ালীনাগপাড়া (জিয়াখড়া) ডাকঘর-নূরপুরবোয়ালী, থানা-খালিয়াজুরি নেত্রকোণাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে র্সোপদ করা হয়ছে।