নগরীতে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে মসিক
January 18, 2021
473
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বলাশপুর রোডে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে মসিক । রাস্তার উপর অবৈধভাবে তৈরি করা হাফিজুর রহমানের র্যাম্প অপসারণ করেছে। এ ব্যাপারে পূর্বে নির্বাহী ম্যাজিসোট্রট আরিফুর ইসলাম মালিক পক্ষকে অপসারনের জন্য সময় বেধে দিয়ে ছিলেন। অবৈধ স্থাপনা অপসারণকালে সহকারী প্রকোৗশলী জসিম উদ্দিসহ অন্যান্য কর্মকর্তাগণ। ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান অবৈধ স্থাপনা অভিযান অব্যাহত থাকবে।