অসাধারণ লেখক কবি শামসুল ফয়েজ এর ৬৮তম জন্মোৎসবে পালিত

অসাধারণ লেখক কবি শামসুল ফয়েজ এর ৬৮তম জন্মোৎসবে পালিত

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজ
পেশায় একজন শিক্ষক হলেও ময়মনসিংহ জেলায় যিনি কবি শামসুল ফয়েজ নামে পরিচিতি লাভ করেছেন। নির্লোভ সৃস্টিশীল ৩ দশক ধরে নীরবে মানুষের কবিতা রচনা করেছেন। অসংখ্য অনুবাদ করেছেন এ্ই কবি। অতি সাধারণ জীবন যাপন করেন তিনি ও তার পরিবার। সোমবার বিকালে নগরীর মুসলিম ইনস্টিটিউিটের হল রুমে হিরন্নয় কালচারাল একাডেমী আয়োজনে কবির ৬৮তম জন্নোৎসব পালন করেছে। উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে কবি শামসুল ফয়েজের ৬৮ তম জন্মোৎসব পালন করে। এতে আলোচনা করেন কবি অধ্যাপক সোহরাব পাশা, শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম, কবি শফিক সিংহী, কবি মাহমুদ আল মামুন, কবি কাঙ্গাল শাহীন ও প্রমুখ।