বিএমটিভি নিউজ ডেস্কঃ টাকা পাওয়া নিয়ে বিরোধের জের ধরে গত ১০ জানুয়ারি’২১ রাতে ফুলপুর উপজেলা ধীতপুর (গদা) গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে ভিকটিম জসিমকে ডেকে নিয়ে ফুলপুর থানার আমনকুড়া বিলে ফিসারীতে রাত ১১.টায় জসিমকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, জসিম হত্যার ঘটনায় (অজ্ঞাতনামা) আসামীদের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা নং-০৪, গত-১২ জানুয়ারি ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) মামলা রুজু হয়। পুলিশ সুপার,আহমার উজ্জামান নির্দেশে তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই পরিমল চন্দ্র সরকার মামলা তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করে। গত ২৫ জানুয়ারি বিকালে অভিযান চালিয়ে হত্যাকারীকে কোতোয়ালী থানাধীন চুরখাই বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হচ্ছে মোঃ সুজন মিয়া (১৯) পিতা-খলিলুর রহমান সাং-ধীতপুর থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ। উক্ত আসামীকে আজ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট” ৬নং আমলী আদালতে সোর্পদ করা হলে, উক্ত আসামী লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।