ময়মনসিংহের গৌরিপুরে পৌরসভা নির্বাচনে মেয়র সমর্থকদের হামলায় এনটিভি ও ৭১ টিভির ক্যামরো পার্সন আহত

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজ ডেস্কঃ
আজ শনিবার পৌণে ১টার সময় জেলার গৌরীপুর পৌরসভা নির্বাচন চলাকালে শেখ লেবু সরকারি প্রা. বিদ্যালয় কেন্দ্রে নৌকা সমর্থিত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম হবি ও বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সমর্থক ধাওয়া পাল্টা ধাওয়া সময় সাংবাদিক হামলার ঘটনা ঘটেছে।

এসময় এনটিভির ক্যামেরা পার্সন মাসুদ রানা(৩০) ও ৭১ টিভির ক্যামেরা পার্সন নুরজ্জামানের উপর হামলা চালায় এবং ক্যামেরা ভাংচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনটিভির ক্যামেরা পার্সনকে সেখানে দুবৃত্তরা ধর-ধর বলে চিৎকার করে বাঁশ ও লাঠি দিয়ে এলোপাথাড়ী মারতে থাকে। এ সময় তার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় ও ভাঙচুর করে। এনটিভির ক্যামেরা পার্সন মাসুদের মাথায় হাতে ও পায়ে গুরুত্বর ভাবে জখম করে। উদ্ধার করে পরে তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭১ টিভির নুরুজ্জামানকে গৌরীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে ভোট গ্রহণে কোন সমস্যা হয়নি।


এব্যাপারে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজীব আশরাফ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির জুয়েল তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং জড়িতদের গ্রেফতার করে দৃষ্টাান্তমুলক শাস্তি দাবী করেছেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার