গৌরীপুরে ব্যালট ছিনতাই অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাসহ আটক ৪

গৌরীপুরে ব্যালট ছিনতাই অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাসহ আটক ৪

January 30, 2021 225 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাই অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে গৌরীপুর সরকারী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি, অচিন্ত্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, সহনহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্যাট মাঈদুল ইসলাম। তিনি বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের সময় চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক