ময়মনসিংহে পৌর নির্বাচনে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,  দোষিদের গ্রেফতার দাবী

ময়মনসিংহে পৌর নির্বাচনে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষিদের গ্রেফতার দাবী

February 1, 2021 212 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে দুই ভিডিও সাংবাদিক মাসুদ রানা ও নুরুজ্মানের ওপর মেয়র প্রার্থীর সর্মথকদের হামলা মারধর ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে গৌরীপুরে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন থেকে বক্তারা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করেছেন। আজ দুপুরে গৌরীপুর কৃষ্ণচুড়া চত্বরে এই মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

উল্লেখ্য ৩০ জানুয়ারী দুপুর পৌনে একটার সময় গৌরীপুরের শেখ লেবু সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশেই দুই মেয়র প্রার্থী সৈয়দ রফিবুল ইসলাম ও শফিকুল ইসলাম হবির সমর্থকরা দেশীয় অস্রশস্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তার ছবি তুলতে গেলে ওই দুই সাংবাদিককে বেধঢ়ক মারধর ও এনটিভির ক্যামেরা ভাংচুর করে হামলাকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ.এম খায়রুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির ম. নূরুল ইসলাম, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কমল সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য-সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য
ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, প্রেসক্লাবের সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক শেখ মোঃ বিপ্লব প্রমুখ।

সাম্প্রতিক