ময়মনসিংহে সাড়ে ৪শ’ হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আর্টডক জিওসি

ময়মনসিংহে সাড়ে ৪শ’ হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আর্টডক জিওসি

February 4, 2021 256 Views

মতিউল আলম,বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ সেনানিবাসের আশপাশের এলাকায় ৪ ফেব্রুয়ারি দুপুরে হতদরিদ্র ও অসহায় ৪৫০জন পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)। এসময় প্রধান অতিথি হিসেবে আর্টডক জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস. এম মতিউর রহমান ওএসপি,এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে শীতার্ত জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি তাদেরকে সাহস সঞ্চার করেন এবং ভবিষ্যতেও সাধ্যানুযায়ী আর্টডক কর্তৃক এধরণের মানবিক সহায়তা চলমান থাকবে বলে জানান।

ইতোপূর্বে বিভিন্ন সময়ে আর্টডক এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ কর্তৃক কোভিড-১৯ ভাইরাস সংক্রমনে সৃষ্ট পরিস্থিতিতে বিপুল সংখ্যক দরিন্দ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ফেসমাস্ক প্রদান, হ্যান্ডস্যানিটাইজারসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মেডিক্যাল ক্যা¤প পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের পাশেও এসে দাঁড়িয়েছে আর্টডক। সে লক্ষ্যে কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য পিপিই, হেড কভার ও সু কভার প্রদান করা হয়েছে। করোনা সঙ্কটে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিকট হতে সরাসরি সবজি ক্রয় এবং বিনামূল্যে সবজির বীজও বিতরণ করা হয়েছে।
উলে¬খ্য আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস. এম মতিউর রহমান এই মানবিক কার্যক্রমের সার্বক্ষণিক তদারকি ও নির্দেশনা প্রদান করে আসছেন।

সাম্প্রতিক