ময়মনসিংহ নার্সিং কলেজে যোগদানে নয়া অধ্যক্ষ নাজমা খাতুনকে অভ্যর্থনা প্রদান

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের সেবিকাদের নেত্রী নাজমা খাতুনকে ময়মনসিংহ নার্সিং কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়ায়  আজ বুধবার যোগদান উপলক্ষে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ নার্স এসোসিয়েশন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতার শাখা এবং নার্সিং কলেজে শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। তিনি আজ বুধবার সকালে নিজ কর্মস্হলে যোগদান করেছেন। এর পুর্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নার্সেস এসোসিয়েশনের মচিমহা শাখার সভাপতি লুৃৎফর রহমান ; অর্থ সম্পাদক রাশিদা খাতুন সহ নার্সেস নেতৃবৃন্দ ছাত্রছাত্রী প্রভাষকবৃন্দ। উল্লেখ্য নাজমা খাতুন মহাখালী নার্সিং কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন তাকে পদায়ন করে নিজ বেতনে অধ্যক্ষ করা হয়।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপ-সচিব ইশরাত জামান গত ৩১ জানুয়ারি স্বাক্ষরিত এক অফিস আদেশে নিয়োগ দেয়া হয়। একই আদেশে সিলেট বিভাগীয় সহকারি পরিচালক (নার্সিং) অঞ্জলী রাণী দেবকে নার্সিং কলেজ সিলেটের অধ্যক্ষ নিয়োগ করা হয়।
নাজমা খাতুন ১৯৮১ এসএসসি পাস করার পর ১৯৮৪ সালে ময়মনসিংহ নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিংএ ডিপ্লোমা পাস করেন এবং ১৯৮৬ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পাস করে ১৯৮৬ সালে ফুলবাড়ীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম চাকরীতে যোগদান করেন। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন দীর্ঘদিন। ২০২০ সালে কলেজ অব নার্সিং মহাখালী ঢাকার প্রভাষক পদে যোগদান করেন।
নাজমা খাতুন ১৯৯৩ সালে বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং পাস করেন এবং ২০০৭ সালে নর্দার্ণ ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রী অর্জণ করেন। নাজমা খাতুন উন্নত প্রশিক্ষণের জন্য শ্রীলংকা সফর করেন। এছাড়াও দেশের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ গ্রহন করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার