You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজ , ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার রামচন্দ্রপুর এলাকায় ০৭ (সাত) বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার মূলআসামী শাকিনুল ইসলামকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন আজ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত ১৫ জানুয়ারি ২০২১ খ্রিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আকন্দ বাড়ীর পেছনের জঙ্গলে অপহরণকারীরা মুক্তিপনের টাকা না পেয়ে শাহজাহান আকন্দের মেয়ে সানজিদা আক্তার (০৭) কে হত্যা করে লাশ ফেলে রাখে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতার বিচার ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিবিড় তদন্তপূর্বক র্যাব-১৪ ঘটনার রহস্য উন্মোচন করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হত্যা মামলায় জড়িত সন্দেহে তারাকান্দা থানার রামচন্দ্রপুর গ্রামের নজরুল ইসলাম আকন্দ (টুটু পাগলা)এর পুত্র শাকিনুল ইসলাম (১৯)কে কোতোয়ালী থানার রেলওয়ে ষ্টেশন থেকে বিশেষ অভিযানের মাধ্যমে গত ০৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সুপারী কুড়ানোর নাম করে ভিকটিম সানজিদা আক্তারকে তার বাড়ীর পাশের জঙ্গলে নিয়েসে এবং ইয়াছিন মিলে শ্বাসরোধ করে হত্যা করে।
গ্রেফতারকৃত আসামীরবিরুদ্ধে যথাযথ আইনানুগকার্যক্রম প্রক্রিয়াধীন।