You must need to login..!
Description
, বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহ র্যাব-১৪, জেলার ভালুকা থানার জামিরদিয়া এলাকা থেকে ০৫ জন অপহরণকারীকে আটক করেছে।
মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ময়মনসিংহে র্যাব-১৪, গত ৩১ জানুয়ারি’২০২১ ময়মনসিংহ সদরের আব্দুল্লাহপুর গ্রামের মহেজ আলীর পুত্র মোঃ মোজাম্মেল হক (৩৫) এর মেয়ে রাবিয়া আক্তার (১৩)কে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি দল ছায়া তদন্তপূর্বক ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে। ঘটনার প্রাথমিক তদন্তে নিশ্চিত হন যে, অপহরণকারী চক্রটি ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে হাসান মঞ্জিলের সামনে মাহাদীন গার্মেন্টসএর ১০০ মিটার উত্তর পাশে ভিকটিমকে আটক করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার, মোহাম্মদ বেলায়েত হোসাইনএর নেতৃত্বে গত ০৩ ফেব্রুয়ারি ২০২১ রাতে র্যাব-১৪ এর একটি অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরণকারী আম্বিয়া খাতুন আম্বিয়া (২০), আমির উদ্দিন (৪৫), মোছাঃ মজিদা খাতুন (৩৫), মোঃ আশকর আলী (৫২), মোঃ সুরুজ মিয়া (৩৫)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা চাকরীর প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ভিকটিম রাবিয়া আক্তার (১৩) কে অপহরণকরে। এই সকল অপহরণকারীর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগকার্যক্রম প্রক্রিয়াধীন।