You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ গৌরীপুর থানার স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী “শুভ্র”হত্যার অন্যতম আসামী কার্জন (৩২)কে টঙ্গী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । ডিবির ওসি শাহ কামাল জানান, গত ১৭ অক্টোবর’২০২০ রাত সাড়ে ১০টায় গৌরীপুর মধ্যবাজারস্থ রহিমের চা-স্টলের সামনে মাসুদুর রহমান শুভ্রকে কতিপয় দুস্কৃতিকারী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। উক্ত হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামী গৌরীপুরের পূর্বকাউরাট গ্রামের আবু সাঈদের পুত্র মাসুদ পারভেজ @ কার্জন (৩২),কে দীর্ঘ অভিযান করে তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) গাজীপুর মেট্রোপলিটন টংগী পশ্চিম থানা রোড হতে গত ৭ ফেব্রুয়ারি/২০২১ তারিখ রাতে গ্রেফতার করে। উক্ত আসামীকে ০৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে অদ্যইং ০৮ ফেব্রুয়ারি/২০২১ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।