গৌরীপুর স্বেচ্ছাসেবকলীগের নেতা ‍“শুভ্র” হত্যার অন্যতম আসামী কার্জন গ্রেফতার

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ গৌরীপুর থানার স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী ‍“শুভ্র”হত্যার অন্যতম আসামী কার্জন (৩২)কে টঙ্গী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।  ডিবির ওসি শাহ কামাল জানান, গত ১৭ অক্টোবর’২০২০  রাত সাড়ে ১০টায়  গৌরীপুর মধ্যবাজারস্থ রহিমের চা-স্টলের সামনে মাসুদুর রহমান শুভ্রকে কতিপয় দুস্কৃতিকারী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। উক্ত হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামী গৌরীপুরের পূর্বকাউরাট গ্রামের আবু সাঈদের পুত্র  মাসুদ পারভেজ @ কার্জন (৩২),কে দীর্ঘ অভিযান করে তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি  মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) গাজীপুর মেট্রোপলিটন টংগী পশ্চিম থানা রোড হতে গত ৭ ফেব্রুয়ারি/২০২১ তারিখ রাতে গ্রেফতার করে। উক্ত আসামীকে ০৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে অদ্যইং ০৮ ফেব্রুয়ারি/২০২১ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার