ভালুকায় গাঁজা আটক করতে গিয়ে ট্রাক চাপায় র‌্যাব সদস্য নিহত

ভালুকায় গাঁজা আটক করতে গিয়ে ট্রাক চাপায় র‌্যাব সদস্য নিহত

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় গাঁজা আটক করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর এলাকায় রবিবার সকালে ট্রাক চাপায় র‌্যাব সদস্য নিহত হয়েছে।

নিহত র‌্যাব সদস্য ইদ্রীস মোল্লা মানিকগঞ্জের কেল্লাই গ্রামের ইমান মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১ এর পরিচালক লেফটেনেন্ট কর্ণেল আশিক বিল্লাহ।

জানা যায় টঙ্গী থেকে মাওনা গাঁজার একটা চালান যাচ্ছে।এই গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ এর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে গাঁজা বহনকারী থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় ট্রাকটিকে আটকের জন্য মোটর সাইকেল যোগে কনস্টেবল ইদ্রিস মোল্লা ও সিনিয়র ডিএডি গোলাম মোস্তফা ধাওয়া করতে থাকে।বাগেরবাজার পর্যন্ত পৌছানোর পরই পিছন থেকে একটি গাঁজাভর্তি বস্তা ফেলে দেয়।সিনিয়র ডিএডি বস্তাটি উদ্ধার করার জন্য মোটরসাইকেল থেকে নেমে পড়েন।

কনস্টেবল ইদ্রীস আলী ট্রাকটিকে ধাওয়া করতে থাকে। ট্রাকটি ভালুকা সীডস্টোর এলাকার কোকাকোলার কোম্পানীর সামনে পৌছলে র‌্যাব সদস্য মোটর সাইকেল দিয়ে ব্যারিকেড দিলে ট্রাকচালক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইদ্রিস আলী মোল্লা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।