ময়মনসিংহে করোনার টিকাদানে আগ্রহ বাড়ছে
February 16, 2021
195
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে নবম দিনে চলছে গণটিকাদান কর্মসুচি। ভয়ভীতি আর আতঙ্ক কাটিয়ে প্রতিদিনই টিকা গ্রহণে আগ্রহীদের সংখ্যা বেড়েই চলেছে। প্রথম ডোজে এক লাখ ৬২ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আজ দুপুর পর্যন্ত জেলায় প্রায় ৩০ হাজার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ইতোমধ্যে নিবন্ধনকারির সংখ্যা ৪০ হাজার ছড়িয়ে গেছে। সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনসহ জেলার ১৩ উপজেলার ১৬টি স্পটে ৫৪টি বুথে টিকা প্রদান চলছে। টিকা প্রদানের পর কারো কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন।