You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ধোবাউড়ায় কালিকাবাড়ী গ্রামে জমি নিয়ে সংঘর্ষে নূরুল আমিন (২৫) নামে একজন নিহত। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৫ জনকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা করে। ইতোমধ্যে প্রধান আসামি সহ তিন জনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মোঃ হাসান আলী (৪০) ২। শাহীন আলম (৩৫) উভয় পিতা আবদুল লতিফ, ৩। আব্দুস সাত্তার (৪০) পিতা মৃত ইছমত আলী, সর্বসাং কড়ইগড়া। জানা গেছে ধোবাউড়া উপজেলার কালিকাবাড়ী গ্রামের হাসান আলী গংদের সাথে নূরুল আমিনের পরিবারের দীর্ঘদিন যাবৎ জমাজমি নিয়ে শত্রুতা চলে আসছিলো। মঙ্গলবার দিন দুপুর দুইটার দিকে মোঃ হাসান আলী গংরা বাড়ীতে অনধিকার প্রবেশ করে নিহত নূরুল আমিন ও তার পরিবারের উপর আক্রমণ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর অবস্থায় নূরুল আমিন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ৬.২০ মিনিটে নূরুল আমিন কে মৃত ঘোষণা করে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন আমি ইতোমধ্যে ৫ জন আসামির মাঝে ৩ জনকে আটক করেছি। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।